পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সিয়াম হোসেন ও মিজানুর রহমান নামে দুই বন্ধুর। এ সময় আহত হন অপর এক মোটরসাইকেলে থাকা দুই আরোহী।
শনিবার (১৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে ঘটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ঈশ্বরদী পৌর শহরের ভাদুর বটতলা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে ও মিজান পিয়ারাখালি এলাকার নাজমুল ইসলামের ছেলে।
আহত একজনের নাম নাম জানা গেছে। তিনি হলেন, রাজশাহীর বাঘা উপজেলার বেংগাড়ী গ্রামের সোবহান কাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)। আহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে বাঘা থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন শফিকুল ইসলাম। আর ঈশ্বরদী থেকে বাঘার দিকে মোটরসাইকেলযোগে নানার বাড়ি শেখেরচর গ্রামে যাচ্ছিলেন দুই বন্ধ সিয়াম ও মিজান।
পথিমধ্যে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত চারজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখান থেকে সিয়াম ও মিজানের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মারা যান দুই বন্ধু সিয়াম ও মিজান। আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।