চিনিকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনায় মানববন্ধন পথসভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা চিনিকল সহ অন্যান্য চিনিকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন-পথসভা হয়েছে।

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ও আখচাষী ফেডারেশনের ডাকে শনিবার সকাল ১১টায় ইশ্বরদী ডাকবাংলোর সামনে পাবনা সড়কে এ কর্মসুচির আয়োজন করে পাবনা সুগারমিল ওয়ার্কার্স ইউনিয়ন ও আখচাষী কল্যান সমিতি।

মানববন্ধন ও পথসভায় বক্তারা পাবনা চিনিকল সহ অন্যান্য চিনিকল বন্ধের ষড়যন্ত্র বন্ধ, শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ, আখচাষীদের আখের বকেয়া মুল্য পরিশোধ, সকল চিনিকলের আখ মাড়াই একই তারিখে করার দাবি জানান।
দাবি মানা না হলে বৃহত্তর কর্মসুচি ঘোষনা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সাধারন সম্পাদক শাজাহান আলী বাদশা, পাবনা সুগারমিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল সহ অনেকে।

চিনিকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনায় মানববন্ধন পথসভা অনুষ্ঠিতবাংলাদেশ আখচাষী ফেডারেশনেবাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী
Comments (0)
Add Comment