ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজহার ভুক্ত পলাতক এক আসামীকে আটক করেছে র্যা ব-৬ খুলনা।আটক আসামীর নাম কালু শেখ-৩৫ সে মোল্লাহাটের গাংনির আরজ আলীর পুত্র। একটি চুরি মামলায় সে পলাতক ছিল। র্যাব-৬ সুত্রে জানাযায়,গতকাল ২৭ নভেম্বর র্যাব-৬ (স্পেশাল কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনিতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামীর নামে বাগেরহাটে আদালতে মোল্লাহাট থানা এজহার ভুক্ত ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ তারিখ ১১/৮/২০২০ তারিখে ০৪ নং একটি মামলা রজু রয়েছে এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্নগোপন করে থাকার পর অবশেষে র্যা ব তাকে ধরতে সক্ষম হয়।পরে তাকে মোল্লাহাট থানায় হস্তান্তরের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।