চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

পাবনা প্রতিনিধি : আসন্ন পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দল দু’টি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোকে।

আর ধানের শীষের প্রার্থী মনোনয়ন পেয়েছেন চাটমোহর পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ।
গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় সাখাওয়াত হোসেন সাখোকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করে। অপরদিকে, ৩০ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় আসাদুজ্জামান আরশেদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে।

এর আগেও চাটমোহর উপজেলা ও পৌর নির্বাচনে একাধিকবার সাখাওয়াত হোসেন সাখোকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু কোনোবারই তিনি জয়ের মুখ দেখেননি। আর আসাদুজ্জামান আরশেদ এবারই প্রথম প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন। এখন দেখার বিষয় দলীয় প্রার্থীর বাইরে আর কারা নির্বাচনে প্রার্থী হিসেবে আসেন। কেমন জমে নির্বাচনী লড়াই। আর কার মাথায়ই বা উঠে জয়ের মুকুট।

চাটমোহর পৌরসভা নির্বাচনচাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত
Comments (0)
Add Comment