পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া হযরত আবু জর গিফারী (রা:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাটমোহর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার আসিফ আরাফাত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, চাটমোহর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অপূর্ব কুমার কুন্ডু, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অলোক কুন্ডু,
চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের এস এম মাসুদ রানা, হযরত আবু জর গিফারী (রা:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মো: আমজাদ হোসেন মোল্লা, মুহতামিম হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম, নুরুল ইসলাম মোল্লা, রাজিয়া বেগম, সাংবাদিক শাহীন রহমান, গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার মহিন্দ্র নাথ।
অনুষ্ঠানে মাদ্রাসার পাঁচজন ছাত্রকে চাটমোর ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্দীপনা সনদ প্রদান করা হয়।
শেষে দোয়া পরিচালনা করেন পাবনার নূরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাও: মো: পারভেজ হোসাইন।
উল্লেখ্য, চাটমোহর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে প্রায় দেড় হাজার মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে।
তার মধ্যে চিকিৎসা, মেডিকেল পরীক্ষা নিরিক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল সহায়তা, ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী সুবিধা, বিনামূল্যে প্রাইভেট পড়ার সুযোগ করে দেওয়া, অসহায় মধ্যবিত্ত গরীব ছেলে-মেয়েদের চাকুরীর সুবিধা করে দেওয়া, বন্যার্তদের পাশে ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া, শীতের মধ্যে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।