মাহফুজ আলম, কাপ্তাই : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাপ্তাইয়ে আওয়ামী লীগ – অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। স্বাধীনতার পরাজিত শক্তি,সাম্প্রদায়ীক উগ্র মৌলবাদী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
৬ ডিসেম্বর রোববার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলন এর সঞ্চালনে এইসময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন,কাপ্তাই মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মিলন, উপজেলা
ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। এইসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সাবেক যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদর রহমান বাবুল, আ’লীগ নেতা সুজন তনচংগ্যা ধনা, সাবেক স্বাস্থ্য কাপ্তাই বি,উ,বো শ্রমিক লীগ সভাপতি আব্দুল ওহাব, মোশাররফ হোসেন, ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, আওয়ামী লীগ এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হানিফ বাবুল সহ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বাঙালির জনগণের হ্রদয়ে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালী জাতিকে দমিয়ে রাখা যাবেনা। ৭১ এর পরাজিত শক্তি আজ মাঁথা ছাড়া দিয়ে উঠছে, তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক হয়ে বড়ইছড়ি বাজার এবং উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে যোগ দেন নেতা কর্মীরা ।