কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী বাছাইয়ে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ হলরুমে প্রার্থী যাচাই বাছাইয়ের জন্য বর্ধিত সভার আয়োজন করেন পৌর আওয়ামী লীগ। দিনভর দফায় দফায় বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় ব্যালটের মাধ্যমে দলীয় মেয়র প্রার্থী বাছাই সম্পন্ন হয়।
দলীয় সূত্র জানায়, বর্ধিত সভায় মেয়র পদে আওয়ামী লীগের ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। পরে ১০ জন মনোনয়ন প্রত্যাশী তাদের আবেদন প্রত্যাহার করেন। সন্ধ্যায় ব্যালটের মাধ্যমে ৬৯ জন কাউন্সিলরের মধ্যে ৬২ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ১৯, সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার ১২,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ ০৫ ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মামুন সরকার মিঠু পান ২৫ ভোট। এর মধ্যে একটি ভোট বাতিল বলে গণ্য হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।