বাগেরহাটের শরণখোলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের বাঁধা প্রধান করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

এর আগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) সদস্যদের নিয়ে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়কারী ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, উপজেলা আওয়ামালীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা সাব্বির আহম্মেদ মুক্তা, জালাল আহম্মেদ রুমি, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

মানববন্ধনে পিএফজি’র সমন্বয়কারী ইসমাইল হোসেন লিটন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বক্তৃতা করেন। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাঙচুরকারী ও মদদদাতাদের দ্রুত বিচার আইনে শাস্তি দাবি জানান। তারা মৌলবাদীদের ষড়যন্ত্র এবং ধর্মের নামে রাজনীতি বন্ধ, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

 

বাগেরহাটের শরণখোলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
Comments (0)
Add Comment