পাবনায় বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি :  ‘‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” প্রতিপাদ্য নিয়ে পাবনায় মানববন্ধন ও আলোচনার সভার মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং এএলআরডি’র সহযোগীতায় এই কর্মসূচি পালন করা হয়। শহরের প্রধান সড়কে মানববন্ধনে থার্ডজেন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিবন্ধীদের সংস্থা প্রতীক মহিলা ও শিশু সংস্থা, ওয়াডাব্লিউসিএ, আসিয়াব, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মেয়েদেরে জন্য নিরাপদ নাগিরিকত্ব, যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্ক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সুচিতা,পড়শী, উদ্দীপনা, কারিগরী মহিলা সংস্থাসহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক, সামাজিক সংগঠন অংশ গ্রহন করে। পরে মিডিয়া সেন্টারে থার্ডজেন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ভার্চুয়ালে বলেন, মানববাধিকার লংঘনের ঘটনাগুলো সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে এবং সকলের জন্য মানবাধিকার বাস্তবায়নে সকল মহলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। বিশেষ অতিথি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজ আহমেদ ভার্চুয়ালে বলেন, সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। মানবাধিকার মেনে চলা বা বাস্তবায়ন নানা ভাবে লংঘনের ঘটনা ঘটছে। সেগুলো সবাইকে এক জোট হয়ে নির্মূল করতে হবে। উন্নয়ন কর্মি সাংবাদিক কামাল সিদ্দিকী‘র সঞ্চালনায় স্বাগত বক্তব্য এবং ধারণাপত্র উপস্থাপন করেন বাঁচতে চাই নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। সভায় আলোচক ছিলেন ওয়াইডাব্লিউসিএ’র হেনা গোস্বামী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির লুইচ গমেজ, প্রতীকের এসএম সাইফুর রহমান, আসিয়াবের আব্দুস সামাদ, নাট্য সংগঠক কোবাদ আলী, শিক্ষক দীপালী রানী, মেজনিনের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আখতার, সুচিতার নাসিরন পারভীন, পড়শীর মালা সরকার, উদ্দীপনার আলেয়া ইয়াসমিন, কবি মমতাজ কলি, থার্ড জেন্ডারের রফিক ও মিলন, প্রতিবন্ধী সায়মা ইসলাম কথা, প্রতিবন্ধী সরলী খাতুন, প্রভাষক শিরিনা জেসমিন রত্না প্রমুখ।

ওয়াইডাব্লিউসিএপাবনায় বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভাবিশ্ব মানবাধিকার দিবসব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচিসংস্থা প্রতীক মহিলা ও শিশু সংস্থা
Comments (0)
Add Comment