গাংনীর ধানখোলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত-৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে প্রতিপক্ষের আর্তকিত হামলায় তিনজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধানখোলা গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ধানখোলা মাঝেরপাড়ার মরহুম রাহিল বিশ্বাসের ছেলে রেহেন আলী (৫০), বাঁশবাড়িয়া উত্তর পাড়ার রসূল মালিথার ছেলে আনারুল ইসলাম (৩০) ও স্ত্রী রাশিনা খাতুন (২৫)।

আহত রেহেন আলী জানান, তিনি সরকারি ৫ শতক জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে প্রায় ৩৫/৪০ বছর যাবৎ বসবাস করে আসছেন।প্রতিবেশী আব্দুর রশিক ওই জমি দখল করে নেওয়ার জন্য প্রায়ই ঝগড়া বিবাদ করে ও হুমকি দিয়ে থাকে। শুক্রবার দুপুরে রসিক তার মুরগি ঘর আমার সীমানার মধ্যে রাখে এসময় বাঁধা দিলে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরে সকলেই শান্ত হয়ে যায়। সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে আসার সময় রসিক ও তার ছেলে তারিক ও তারিকের স্ত্রী সাবানা খাতুন এবং রসিকের স্ত্রী আছিয়া খাতুন আমার উপর অতর্কিত হামলা করে আহত করে। এসময় আমার মেয়ে রাশিনা ও জামাই আনারুল ইসলাম ঠেকাতে আসলে তাদের কেউ বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।তবে রেহেন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়েছে।

গাংনীর ধানখোলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত-৩
Comments (0)
Add Comment