আল এনায়েত করিম রনি : কুড়িগ্রামের চিলমারীতে চলছে ড্রেজার দিয়ে অবৈধ বালু ব্যবসা।
নেই তদারকি, অনিয়মকে নিয়মে পরিনত করছে কুচক্রি কিছু বালু ব্যবসায়ী। তারা তাদের স্বার্থ হাসিলের জন্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে, অপর দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদী জমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জোড়্গাছ তেলিপাড়া দক্ষিণে খেউনি পাড়ায় দীর্ঘ দিন হইতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে।
বালু উত্তোলনকারী ইদ্রিছ মিয়া এবং আশরাফুল ইসলামের সাথে এব্যাপারে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকৃতি জানায় এবং দূরে থেকে জানায় আমরা কোনো সাংবাদিকের সাথে কথা বলতে চাই না।
নাম বলতে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, তারা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে তাদের এই ড্রেজারের ব্যবসা করে আসছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।