এমপি প্রিন্স’র  নির্দেশনায় পাবনা  হানাদার মুক্ত দিবস পালন

আজ পাবনা মুক্ত দিবস
পাবনা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (১৮ ডিসেম্বর) পাবনা হানাদার মুক্ত দিবস পালন করেছেন  আওয়ামী লীগ নেতাকর্মী । দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গোলাম ফারুক প্রিন্স এমপি’র নির্দেশনায় শুক্রবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শহরের আব্দুল হামিদ সড়কে দলীয় নেতাকর্মীরা  প্রদীপ প্রজ্বলন করেন।এ সময় শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ফানুস উড়িয়ে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে মুক্তির আনন্দ উদযাপন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের কার্যকরি সদস্য  ফাহিমুল কবির খান শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি   মনিরুজ্জামান রাসেল,জেলা ছাত্রলীগের সদস্য  মিজানুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, কেন্দ্রীয় ছাত্রলীগের  সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুল হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি  হাবিবুর রহমান রিংকু,তথ্য ও প্রযুক্তি  সম্পাদক রাহাত হোসেন পল্লব প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর পাক-হানাদার মুক্ত হয় পাবনা সদর উপজেলা। এই দিনে ভারতীয় মিত্রবাহীনির কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে পাবনা থেকে চলে যায় পাকহানাদার বাহিনী।
আজ পাবনা মুক্ত দিবসপাবনা হানাদার মুক্ত দিবস
Comments (0)
Add Comment