নেত্রকোণায় দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

মেহেদী হাসান আকন্দ : অনলাইন ব্যবস্থায় কাগজের পত্রিকা গুলো আজ হুমকির মুখে। শত প্রতিকূলতার মাঝেও দেশ দেশ রুপান্তর পত্রিকাটি তৃতীয় বছরে পদার্পন করলো। পত্রিকাটি অল্প সময়ে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে পাঠকপ্রিয় হয়ে উঠেছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোণা প্রেস ক্লাব হল রুমে দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি এসব কথা বলেন।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতি জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, জনকণ্ঠের নেত্রকোনা প্রতিনিধি সঞ্জয় সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি কে. এম. সাখাওয়াত হোসেন।
এ সময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, নারী নেত্রী ও প্রতিমন্ত্রী পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, অধ্যাপক এস এম মইনুল কাদের দারা, সহকারি অধ্যাপক নাজমুল কবীর, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, ও স্থানীয় সংবাদকর্মিরা।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।

নেত্রকোণায় দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীরূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী
Comments (0)
Add Comment