মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে মরহুম সানোয়ারুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম বুলু’র বিরুদ্ধে আইন অমান্য করে জোরপুর্বক জমি দখল ও দালানঘর নির্মানের অভিযোগ উঠেছে। জানাগেছে, মৌজা- ৫৫নং ধানখোলা, খতিয়ান এস এ ৬০৮, আরএস-৯৫৪, দাগ নং- আরএস ৬২০১, শ্রেণী-বাড়ী, নালিশী জমি ০.০২৯০ একর। উক্ত জমি ধানখোলা গ্রামের মাঝেরপাড়ার মরহুম আব্দুল মান্নানের ছেলে রেজানুর রহমান ১৪/১২/২০২০ইং তারিখে বাদী হয়ে উক্ত বিষয়ে মেহেরপুর বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং- ৪১/২০। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুলু দালানঘর নির্মান করছেন। তার নিকট থেকে জানতে চাইলে তিনি বলেন আদালতের একটি নোটিশ পেয়েছি। তবে নোটিশে কাজ বন্ধ করার কথা লেখা নেই। নোটিশে জবাব দেয়ার কথা বলা হয়েছে আমি যথাযথ ভাবেই জবাব দিব।
তবে বাদী রেজানুর রহমান অভিযোগ করে বলেন যেহেতু উক্ত জমিতে আদালতে মামলা চলমান রয়েছে তাই তিনি মামলার সমাধান না করে জোর পূর্বক দালানঘর নির্মান করে চলেছেন। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তবে এলাকাবাসী মনে করেন এ সমস্যার দ্রুত সমাধান না হলে সামাজিক বিশৃংখলাসহ আইনশৃখলার অবনতি দেখা দিতে পারে।