গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুটি ফিলিং স্টেশনের জরিমানা

মেহেরপুর প্রতিনিধি : ওজনে কম দেয়ায় মেহেরপুরের গাংনীতে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নুর-ই আলম সিদ্দিকী এ অভিযান চালান। দন্ডিত প্রতিষ্ঠান দুটি হচ্ছে- গাংনী উপজেলার পশ্চিম মালশাদাহ মেসার্স হোসেন ফিলিং স্টেশন ও গোপাল নগর গ্রামের হানিফ ফিলিং স্টেশন। দুটি প্রতিণ্ঠানের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-ই আলম সিদ্দিকী জানান, বেশ কিছুদিন যাবত মোটরযান চালকেরা এ দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ করে আসছিল। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। জ¦ালানী তেল পরিমাপে কম দেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় ওজন পরিমাপ আইন ২০১৮ অনুযায়ী তাদের জরিমানা আদায় করা হয়েছে । বিএসটিআই খুলনা আঞ্চলিক পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক, গাংনী থানা পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন।

মেহেরপুর
Comments (0)
Add Comment