পাবনা প্রতিনিধি : পাবনায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছা সেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পিসিসিএস এর হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন,বর্তমান সরকার নারীর উন্নয়ন ও নারীর অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। নারীরা যাতে পিছিয়ে না থাকে সে জন্য তাদের এগিয়ে নিতে কাজ করছে শেখ হাসিনা সরকার।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার উপপরিচালক মোসা: কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা ‘র পাবনার চেয়ারম্যান শামিমা শিরিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এ্যাডঃ কানিজ ফাতেমা পুতুল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশেদা খাতুন,সাধারন সম্পাদক ফাহিমা আক্তার পলি,পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামিমা শিখা সহ মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে ১১৪ জনের মাঝে ৩৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।