পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পাবনা পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মনোনীত করেছেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনিকে। সনি বিশ্বাস পাবনা শহরের দানশীল ব্যক্তি মনসুর আলী বিশ্বাসের দৌহিত্র, আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে এবং পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা।
সনি বিশ্বাসের মনোনয়ন পাওয়ার খবরে পাবনার দলীয় নেতাকর্মি, শুশিল সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দভাব ও উৎসব আমেজ বিরাজ করছে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ৬৪ পৌরসভার দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় পাবনা পৌরসভার মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির নামও রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সনি বিশ্বাস দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে নৌকা প্রতীককে বিজয়ী করতে পাবনার আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের অকুণ্ঠ ভালোবাসা চান। পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে পৌরসভার সকল শ্রেনীর ভোটারের সুচিন্তিত রায়ও প্রত্যাশা করেন।