একেই বলে ক্ষমতার দাপট ! করোনা সচেতন হওয়ায় রাস্তা বন্ধ

তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের বাগানপাড়ার রাস্তাটি এলাকাবাসি অন্ততঃ ৬০ বছর যাবত ব্যবহার করছেন। ব্যবসা বাণিজ্য ও স্কুল কলেজে যাতায়াতের একমাত্র মাধ্যম ওই রাস্তাটি নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। হঠাৎ করে স্থানীয় বাসিন্দা আজমত আলীর ছেলে মহিবুল ইসলাম জবর দখল করে রাস্তার কিছু অংশ ঘিরে ফেলেছেন। সেখানে তিনি দোকান পাট নির্মাণ করেছেন ব্যবসা করবেন বলে। এতে গ্রামবাসি ও এলাকাবাসি চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী রনজনা (৮০) জানান, বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেলেও তার পিতা-মাতাকেও এ রাস্তাটি ব্যবহার করতে তিনি দেখেছেন। একই কথা জানিয়েছেন স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে মিরাজ আলী। স্থানীয় রাজ্জাকের স্ত্রী রাবিয়া খাতুন জানান, করোনা ভাইরাসের লগডাউন চলাকালীন সময়ে ঢাকা থেকে মহিবুল ইসলামের বাড়ীতে একজন আত্মীয় আসে। রাস্তায় কেউ আবুল কালামের ছেলে তানজিউলকে বিষয়টি জিজ্ঞাসা করলে সে জানায় ঢাকা থেকে লোক এসেছে এ কথা সত্য। তানজিউলের উপর রাগ করে মহিবুল এ রাস্তাটি ঘিরে নিয়ে দোকান নির্মান করছে ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।

তবে অভিযুক্ত মহিবুল ইসলাম জানান, জমি এতদিন ছেড়ে রেখেছিলাম এখন আমার সীমানা অনুযায়ী ঘিরে নিয়েছি। এলাকার লোকজনের সমস্যা হলে তারা আইনের আশ্রয় নিতে পারে। তিনি বলেন আমারও আত্মীয় কুষ্টিয়া ডিসি কোর্টে চাকুরী করে আমিও ছেড়ে দিব না। মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ জানান, বিষয়টি সরেজমিনে গিয়ে দেখেছি মহিবুল ইসলাম দীর্ঘ দিনের রাস্তাটির উপর দোকানঘর নির্মান করে সঠিক কাজ করে নাই। তবে তাকে রাস্তাটি উন্মুক্ত রাখার জন্য তার দোকানঘরের প্রাচীরটি সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভুক্তভোগী জনগন বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানাবেন। সংশ্লিষ্ট দপ্তর যাতে বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করেন এবং ওই এলাকার ভুক্তভোগী জনগন আগের মত যাতে অবাধে চলাচল করতে পারে সে বিষয়টি নিশ্চিতের দাবী এলাকাবাসীর।

মেহেরপুর
Comments (0)
Add Comment