পাবনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি শাখার মানববন্ধন

পাবনা প্রতিনিধি : জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান শীর্ষক শ্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি পাবনা শাখার উদ্দ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিএডিসি পাবনার যুগ্ম পরিচালক আবুল কালাম সামছোদ্দিন, উপ-পরিচালক যথাক্রমে
মহিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, জাহিদুর রহমান, মোঃ কাজেম আলী ও ড.মোঃ শামিম হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যার জন্ম না হলে বাংলা ভাষা পেতাম না, বাংলাদেশ পেতাম না। স্বাধীনতা বিরোধী চক্র এখন জাতির পিতার স্বপ্নকে ধ্বংস করতে অপতৎপরতা চালাচ্ছে। তারা স্বাধীন দেশে ঘাপটি মেরে থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত করছে। যারা স্বাধীনতা মানে না, যারা জাতির পিতাকে অস্বীকার করে, তাদের এ দেশে থাকার অধিকার নেই।
আমরা এই সকল দেশ বিরোধী চক্রান্তকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে।

বঙ্গবন্ধু পরিষদবঙ্গবন্ধু পরিষদ বিএডিসি শাখাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Comments (0)
Add Comment