পাবনা প্রতিনিধি : সমাজরে সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১০২ জন অসহায় নারী-পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ (হিজড়া), হরিজন সম্প্রদায়ের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। গত কয়েকদিনে ৪২৬ শীতার্থ অসহায় প্রতিবন্ধী, তৃতীয়লিঙ্গ, হরিজন, হতদরিদ্রদের মাঝে এই কম্বল উপহার দেওয়া হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আখতারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় মিডিয়া সেন্টারের আয়োজনে এসব কম্বল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর সন্মানিত অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন। প্রতিবন্ধীদের সংগঠন প্রতীকের নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও বাংলা ভিশনের ষ্টাফ রিপোর্টার আঁখিনুর ইসলাম রেমন, বাংলাদেশ যুব মহিলালীগ পাবনা জেলা শাখার সভাপতি অতিরিক্ত জিপি এড. আরেফা খানম, পৌর যুব মহিলালীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, যুব মহিলালীগ নেত্রী বর্ষা চৌধুরী, শাহিনা রহমান ইলা, মুন্নি, থার্ড জেন্ডার ডেভেলপমেন্ট অর্ডানাইজেশনের সভাপতি মিতুল ও সাধারন সম্পাদক শহিদুল সুমি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ এ্সব অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। এসব মানুষদের সংগঠিত করেন ও অনুষ্ঠান সঞ্চালন করেন উন্নয়নকর্মি সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী। অপরদিকে সিমলা হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেছে। কম্বল হাতে পেয়ে অসহায়রা আনন্দিত হয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।