পৌর নির্বাচনে নৌকা জেতাতে গাংনী পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা

পৌর নির্বাচনে নৌকা জেতাতে গাংনী পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা

তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে মতবিনিময় সভা করেছে গাংনী পৌর আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। বুধবার রাতে হাইস্কুল প্রাঙ্গণে নির্বাচন বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে গাংনী পৌর আওয়ামী লীগ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর আ.লীগ সভাপতি ছানোয়ার হোসে বাবলু। গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তৃতা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আ.লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সহ সভাপতি নবীর উদ্দীন, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর কৃষক লীগ সভাপতি বদরুল আলম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ নেতৃবৃন্দ।

গাংনী পৌর আওয়ামী লীগগাংনী পৌরসভাগাংনী পৌরসভা নির্বাচন
Comments (0)
Add Comment