পাবনা আলিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন  করলেন- সাংসদ গোলাম ফারুক প্রিন্স

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা কামিল (আলিয়া) মাদ্রাসার  চার তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বৃহস্পতিবার দুপুরে স্থানীদের সাথে নিয়ে এ ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল রহমান, সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, কামরুজ্জামান রকি, আলিয়া মাদরাসার গভর্ণিং বডির সভাপতি কালাম আহমেদ, সদস্য- প্রফেসর এটি এম ফকরুল ইসলাম সুজা, সদস্য- মো: ইদ্রিস আলী বিশ্বাস, টিআর- আশরাফুল ইসলাম (উপাধ্যক্ষ), সাইফ উদ্দিন, আমিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও মাদরাসার গভর্ণিং বডির সদস্য মন্ডলী, শিকমন্ডলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। উদ্ধোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্য আলহাজ্ব মাওলানা মোঃ আনছারুল্লাহ সাহেব।
গোলাম ফারুক প্রিন্সপাবনা আলিয়া মাদ্রাসাপাবনা আলিয়া মাদ্রাসা ‍নিউজ
Comments (0)
Add Comment