মেহেরপুর প্রতিনিধি : প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাংনী পৌরসভার নির্বাচনের মেয়রও কাউন্সিলররা। আগামী ১৬ই জানুয়ারি নির্বাচনে জনগনের কাছে কে কতটুকু ভালবাসা অর্জন করেছে তা ভোট প্রয়োগের মধ্যে দিয়ে যাচাই-বাছাই করবে। গত ৩০ শে ডিসেম্বর কাঙ্ক্ষিত প্রতীক বরাদ্দের পর পরই শুরু হয়ে গেছে মানুষের মন জয়ের অভিযান। এর মধ্যে মেয়র পদে ৫ জন বিভিন্ন ভাবে নির্বাচনী সভা সমাবেশ ও গন-সংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী আলোচনায় রয়েছে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (ভেন্ডার) ও সাবেক মেয়র আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহাম্মদ আলীর নাম, তবে বিএনপির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু ও গণসংযোগ করছেন।
বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (ভেন্ডার) জগ প্রতিকের লিফলেট হাতে নিজের নেতা কর্মীদের সাথে নিয়ে বিগত ৫ বছরের সেবা করার কথা মনে করিয়ে দিয়ে দোয়া প্রার্থণা করছেন প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি।
সাবেক মেয়র আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহাম্মদ আলী নৌকা প্রতিক নিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নির্বাচনী জনসভা ও গনসংযোগ করছেন, দিচ্ছেন আগামী দিনের পৌরবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি।
বিএনপির প্রার্থী আসাদুজ্জামান বাবলু দলীয় নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে জনগনের সাথে কুশল বিনিময় করেই দোয়া প্রার্থনা করছেন।
পৌরসভার বাজার চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজারে দোয়া প্রার্থনা করছেন নিবাচনী প্রার্থীরা। পৌরসভার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরায়রা (হাতপাখা) ও আনারুল ইসলাম (বড়শি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।