ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি : শেরপুর জেলার একশ বিশটি ইটের ভাটা যত্রতত্র গড়ে উঠায় পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফসলি জমি নষ্ট হচ্ছে। এ ছাড়া সমতল ভূমি থেকে মাটি কেটে আনার কারণে অনেক ফসলের ক্ষেত পতিত পড়ার আশংকা রয়েছে। নকলা উপজেলায় ৭টি ইটভাটায় দিনেরাতে পোড়ানো হচ্ছে ইট। ট্রাকে করে মাটি কেটে ফসলি জমি পতিত জমিতে পরিণত হচ্ছে। নকলা উপজেলার দক্ষিণ নকলার গ্রাম থেকে ছবিটি তোলা। স্থানীয়দের দাবী জরুরী ভিত্তিতে এসব ইটভাটা বন্ধ করে এ এলাকার পরিবেশ দূষণমুক্ত করা হোক ।
নকলায় যত্রতত্র গড়ে উঠছে ফসলি জমির উপর ইটভাটা, পরিবেশ বিপর্যস্ত
