রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বনপ্রপাত এলাকায় একটি ময়দা বাহির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে । এই সময় ট্রাকের ধাক্কায় ময়দার বস্তা নিচে চাপা পড়ে নিহত হন নাজমা বেগম (৬০) । সূত্র জানায় রবিবার বিকালে চট্টগ্রাম থেকে আসা একটি মিনি ট্রাক বান্দরবান শহরের আমতলী পাড়ায় উল্টে গিয়ে পথচারী নাজমা বেগম চাপা দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সেই সাথে ট্রাক ড্রাইভারের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যক্তিরা হলেন বান্দরবান আমতলী পাড়া বনপ্রপাত এলাকার মুনতাহা (০৫) লাবনী (০৯), আফরোজা (১৮), এ বিষয়ে বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান বিকেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা হয় । পরে স্থানীয় ফায়ার সার্ভিস পুলিশ-প্রশাসন গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।