নকলায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্য নিয়ন্ত্রক মজুদ তল্লাশী করলে ৪ টাকা কেজি প্রতি কমে যায়

ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার হাটবাজারগুলোতে এতদিন প্রতিকেজি চালের দাম ছিল মোটা ৪৬ টাকা, মাঝারি ৪৮ টাকা, চিকন ৫৬ টাকা হারে। এদিকে বুধবার সরকার খাদ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে ভারত থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করার কথা ঘোষণা দিলে সেই সাথে নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ, খাদ্য পরিদর্শক ছায়দুল ইসলাম বাজার মনিটরিং করে মজুদ তল্লাশী চালালে প্রতিকেজি চাল খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন মোটা ৪৪ টাকা, মাঝারি ৪৬ টাকা, চিকন ৫৪ টাকা হারে। বৃহস্পতিবার বিকেলে বিজয় টিভির প্রতিনিধি, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী মন্ডল, নকলা সদরের চাল হাটিতে চালের দাম জানতে গেলে মোটা চালের বস্তা ২১ শত ৫০ টাকা দাম থাকলেও সেখানে ২১ শত টাকায় বিক্রি করতে রাজি হন ব্যবসায়ীরা। তাতে আরো ২ টাকা কমে ৪২ টাকা প্রতি কেজির দাম পড়ে।

নকলানকলা উপজেলানকলা শেরপুর
Comments (0)
Add Comment