এস এম সাইফুর রহমান : রাজশাহীতে হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয় । আজ (রবিবার) রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রাজশাহী’র আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসক এর সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। আয়োজক সংস্থার সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী রাসেল এর সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য আদিবা আনজুম মিতা এবং আব্দুল্লাহ আল রিফাত এনডিসি, রাজশাহী। স্বাগত বক্তব্যে আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগম বলেন, রাজশাহী জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। এই শীতে আমাদের হত দরিদ্র প্রতিবন্ধী সদস্যগণ অনেক কষ্টে রয়েছে। এই কম্বল তাদের জন্য অনেক উপকার হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সর্বদাই সচেষ্ট। আমরা চাই অন্যান্যদের মত প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের মূলস্রোতধারায় যুক্ত হোক। আজ তাদের হাতে কম্বল দিতে পেরে আমি আনন্দিত। আয়োজক সংস্থা ও রাজশাহী জেলা প্রশাসককে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ অতিথি বলেন, আমরা রাজশাহী জেলায় হদ দরিদ্র মানুষদের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র প্রদান করছি। আজ ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে কম্বল তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আয়োজক সংস্থার সভাপতি বলেন, চলতি শীত মৌসুমে এটাই প্রথম আমরা শীতবস্ত্র পেলাম। আমাদের আরও দরিদ্র প্রতিবন্ধী সদস্য রয়েছে। যাদের শীতবন্ত্র প্রয়োজন। রাজশাহী জেলা প্রশাসন থেকে আমাদের সবসময় সহযোগিতা করে আসছে। আমরা চাই এই সহযোগিতা আরও বৃদ্ধি পাক। সভায় প্রতিবন্ধী ব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।