করোনায় ক্ষাতিগ্রস্থ এক হাজার মোটর শ্রমিক পরিবারের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পু খাদ্য সামগ্রী প্রদান করেন ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি ।

নিজস্ব প্রতিনিধি পাবনা : পাবনায় করোনাভাইরাস দূর্যোগে ক্ষাতিগ্রস্থ এক হাজার মোটর শ্রমিক পরিবারের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পু খাদ্য সামগ্রী প্রদান করেন । বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়  উপদেষ্টা পরিষদের সদস্য ও দুদকের সাবেক কমিশনার মো. সাহাব উদ্দিন চুপ্পুর সহযোগিতায় পাবনায় করোনায় ক্ষাতিগ্রস্থ এক হাজার দরিদ্র পরিবহন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা পৌরসভা। আজ মঙ্গলবার সকালে পাবনা জেলা স্কুল মাঠে পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর তত্তাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো: ফিরোজ খান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সেলিম হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহমেদ উল হক রানা, অনলাইন পত্রিকা নতুন চোখ সম্পাদক  এসএম আলম, পাবনা পৌরসভার প্যানেল মেয়র তমা ইসলাম পুস্প প্রমুখ ।


এর আগে করোনা দুর্যোগে পাবনার ৫ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্য সহায়তা প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি । এজন্য তার এই সব উপহার ভালবাসার প্রতীক । আগামীতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

পাবনাপাবনা জেলা আপডেট নিউজপাবনা নিউজপাবনা পৌরসভাপাবনার খবরপাবনার সংবাদবাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলাশাহাবুদ্দিন চুপ্পু
Comments (0)
Add Comment