পাহাড়ে যৌথবাহিনীর অভিযান রাজস্থলী থেকে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : পাহাড়ে যৌথ বাহিনীর বাহিনীর অভিযান রাজস্থলী গাইন্দা এলাকা থেকে অস্ত্র গুলিসহ এক জেএসএস কর্মী আটকের সংবাদ পাওয়া গেছে। জানা যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ এক জেএসএস কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।বাঙ্গালহালিয়া সেনাক্যাম্প সুত্রে জানা যায়, রবিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উসিংমং মারমাকে ( ২৪) ১ টি চাইনিছ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজ বন্দুক, নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপড়সহ আটক করা হয়।

তার বাড়ি রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া বলে জানা গেছে। সে দীর্ঘদিন যাবৎ জেএসএস কর্মী হিসেবে পরিচিত। উল্লেখ্য, সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় আস্তানা দেওয়ার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে গেছে বলে সেনা সুত্রে জানা যায়। আটককৃত আসামিকে রাজস্থলী থানায় সোর্পদ করা হবে।

এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা একজন অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে, যৌথ বাহিনী থনায় হস্তান্তর করলে মামলা দায়ের করে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে।

রাঙামাটি
Comments (0)
Add Comment