নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৬৪ কেজি গাঁজা, ১ টি মিনি ট্রাক ও ১ টি পিকআপ’সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আজ ১২ জানুয়ারি র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা সদর থানাধীন গাছপাড়া বাইপাস মোড় সংলগ্ন এন আর সিএনজি ফিলিং স্টেশন এর সামনে চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আবুল কাশেম(৩৮), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং- চন্দ্রখানা, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা- সাং- বারাইটারি নাওডাঙ্গা, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম, ০২। মোঃ জাহাঙ্গীর আলম (২৩), পিতাঃ আব্দুল কাদের, সাং- পাইকেরছড়া, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, ০৩। মোঃ ফয়সাল আহম্মেদ (৩৫) (মিনিট্রাক চালক), পিতা- মৃত আতাউর রহমান, সাং- গোলাপনগর, থানা-গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান ঠিকানা- সাং- পাইকেরছড়া, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, ০৪। মোঃ স্বপন ইসলাম (২৩), পিতা- মোঃ শুকুর আলী, সাং- পাইকেরছড়া, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, ৫। মোঃ রঞ্জু (২৪), পিতা- সামির উদ্দিন, সাং- দক্ষিণ ভদ্রেরছড়া, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রামদের গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে ৬৪ কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, ১ টি মিনি ট্রাক ও ১ টি পিকআপ উদ্ধার করে। উক্ত আসামীগন দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।