মেহেদী হাসান আকন্দ: বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত জনগোষ্ঠীর মাথা গোঁজার ঠাই করে দিতে দেশব্যাপী লক্ষাধিক ঘরবাড়ি নির্মানের উদ্যোগ নেন। ভূমিহীন গৃহহীন একটি মানুষও আর গৃহহীন থাকবে না। বর্তমান সরকারের এটি একটি বড় চ্যালেঞ্জ। সরকারি খাস জায়গায় ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ীভাবে বাসযোগ্য বাসভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নেত্রকোণায় ভুমিহীন গৃহহীন অসহায় ৯শ’ ৬০টি পরিবারে উপহার স্বরুপ নির্মিত এই বাসভবন গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে জেলায় ৯শ’ ৬০টি আধা পাকা ঘরবাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।
প্রত্যেকের নামে বরাদ্দ দেয়া হচ্ছে দুই শতক করে খাসজমি। আর তাতে ১ লাখ ৭১ হাজার করে টাকা ব্যয়ে নির্মিত ১৯-৬ফুট বাই ২২ফুট প্রস্থের দুটি শয়নকক্ষ, একটি রান্না ঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দ্বারা এসব ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। যার পুরোটাই বহন করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
এছাড়াও ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ এবং পানি সরবরাহে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এর ব্যবস্থাপনায় প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে সাবমার্সিবল পাম্প স্থাপন ও পানি সরবরাহের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। উদ্বোধনের অপেক্ষায় জেলার ৯শ’ ৬০টি পরিবার নতুন বর্ষে মাথা গোঁজার ঠাই পাবার অপেক্ষায় প্রহর গুনছে।