নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামে মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । আজ সকালে ৭৬ নং মালফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ জানান তার নিজের এবং মালফিয়া গ্রামের মো: সেলিম আহমেদ, জয়নাল আবেদীন, মো: আজাদ বিশ্বাস সহ অন্যান্যদের সহযোগীতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । নাজিরগঞ্জ ও মানিকহাট ইউনিয়নের আব্দুস সালাম,শফিকুল ইসলাম, রাকিব মন্ডল, কেসমত হোসেন, অন্তরা খাতুন , মো: মিলন প্রামানিক,মোছা: কামনা খাতুন, মোছা: মিরা খতুন, মো: কোরবান শেখ, মো: সাইদ মন্ডল মো: মো: হযরত হোসেন, মো: রহিম প্রামানিক সহ ৩৫ জন অসহায় ও অসচ্ছল শারীরিক, দৃষ্টি, মুক ও বধির প্রতিবন্ধীদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন,শফিকুল ইসলাম শফি ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: তুষার মাহমুদ,শিপন আহমেদ,আনিসুর রহমান লাল,আমিরুল ইসলাম,সুলতান মাহমুদ,ফারুকুজ্জামান,আরিফ বিশ্বাস প্রমূখ।
মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রবীর সাহা সমাজের বিত্তশালী মানুষকে এভাবে অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান । মালফিয়াতে মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একটি সেচ্ছাসেবী সংগঠন ।