বিডি২৪ ভিউজ ডেস্ক : সবুজ পানির এই নীল নদীটার নাম সারি নদী। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে পাহাড়ি এই নদীটি। যারা লালাখালে বেড়াতে যান, তাদের কাছে এখানকার প্রধান আকর্ষণ সারি নদী। নদীতে এখন শীতকালে তেমন স্রোত নেই, পানিও কম। কোনো কোনো জায়গায় মানুষ, গরু বাছুরও পার হয়ে যায় হেঁটে। তবে বর্ষায় প্রমত্তা হয়ে ওঠে সারি নদী।