নকলা প্রতিনিধি : টানা শৈত্য প্রভাবে নকলার জনজীবন অতিষ্ঠ । সরকারী বরাদ্দে ১১৭ টি গ্রামে গরিব ১ লাখ লোকের মধ্যে মাত্র ১৪৪০ জনকে শীত বস্ত্র , কম্বল বিতরণ করা হয়েছে । অনেক মেম্বার জনগনের কথা বলে কম্বল তুলে নিজেদের বাড়ির সকলকে বিলিয়ে দেন তাতে করে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে বলে অভিযোগ রয়েছে । এদিকে পৌরসভায় ৩ হাজার লোক দরিদ্র অতি দরিদ্র এবং ১৬০ জন ভূমিহীন থাকার পরও কোন শীত বস্ত্র বিতরণ করা হচ্ছেনা । সরকারী বরাদ্দের কম্বল বিতরণ না করে মেয়র , কাউন্সিলর গন ভোট প্রার্থনায় গন সংযোগ করছেন । পৌরসভায় ৮০ থেকে ১২০ বছর বয়স্ক লোকের সংখ্যা প্রায় শতাধিক এরাও বঞ্চিত হয়েছে শীত বস্ত্র থেকে । এতে করে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় জনগনের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । বিশেষ করে শ্রমিকরা মাঠে কৃষি কাজ করতে পারছেন না ,যানবাহন দিনের বেলা লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে ।