কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি : ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জিয়াউর রহমান বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাকনাম ছিলো কমল, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরউত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা।প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কাপ্তাই স্হানীয় এক হোটেলে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করছে কাপ্তাই উপজেলা বিএনপি। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে স্বাস্হ্যবিধি মেনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমন আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমদ স্বপন,সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা,যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য জাকির হোসেন, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার,কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ,সহ সভাপতি মনিরুল ইসলাম,সদস্য মোর্শেদ কামাল, মহিউদ্দিন, আব্দুল ছোবাহান প্রমুখ, বক্তারা বলেন দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অবদানের জন্য দলটি বিশেষভাবে তাকে স্মরণ করে এই প্রয়াত রাষ্ট্রপতিকে।