নকলা প্রতিনিধি : নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের অধীন ৭ টি ইটভাটা গড়ে উঠেছে । জানা গেছে , এসকল ইট ভাটায় মানা হচ্ছেনা কোন নিয়ম-নীতি , রাতারাতি ভাটা গড়ে উঠার ফলে পরিবেশ দুষনের স্বীকার হচ্ছে ফসলি জমি , আশে পাশের জমি বাড়ি ঘর দুষিত ধুলা-বালি, কালো ছাঁই , পোড়া মাটির কনা শতশত বাড়ি লেপ্টে যাচ্ছে । বৃ:হস্পতিবার পরিদর্শনে গেলে ভাটার মালিকরা ক্যামেরায় আসতে রাজি হয়নি। ৪নং গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগ নেতা মো: মুস্তাফিজুর রহমান ফোনে প্রতিনিধিকে বলেন ভাটা করার জন্য প্রাথমিক অনুমোদন নিয়েছি ট্রেড লাইন্সেস, কৃষির প্রত্যায়ণ , ফায়ার সার্ভিস , এসকল কাগজ তিনি উৎকোচ দিয়ে সংগ্রহ করেছেন । ভাটা বসাতে , পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র , জেলা প্রশাসনের প্রত্যায়ণ, খনিজ জ্বালানি মন্ত্রনালয়ের কোন কাগজ তার কাছে নেই এসব কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে । অথচ তিনি ২টি নতুন ইট ভাটা ফসলের জমির উপর বসাচ্ছেন। শেরপুর জেলার ১১২টি ভাটার মধ্যে ১০৬টি ভাটার কোন বৈধ কাগজপত্র নেই । স্থানীয় জনগন অবৈধ ভাটার বিরুদ্ধে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন ।