কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৮ মাসের  সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৮ মাসের সাজা প্রাপ্ত বন মামলার আসামি গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে। থানা সুত্রে জানা গেছে  ১৯৯৯ সালের বন মামলায় ০৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি অংশু প্রু মার্মাকে (৪১) দীর্ঘ দিন পলাতক ছিল। পুলিশি অভিযানে  রবিবার (২৪ জুন) সকালে কাপ্তাই উপজেলার দুর্গম রাম পাহাড় হতে আটক করা হয়েছে আসামি অংশু প্রু কে।  আটককৃত আসামি কাপ্তাইের শিলছড়ি এলাকার ছালা প্রু মার্মার ছেলে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, তিনি এবং তাঁর সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১৯৯৯ সালের বন মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি অংশু প্রু মার্মাকে আটক করতে সক্ষম হন। ২৪ জানুয়ারী রোববার  আটক ব্যাক্তিকে সকালে রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৮ মাসের  সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Comments (0)
Add Comment