মাহফুজ আলম, কাপ্তাই থেকে : কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকার পিডিবি’র বাসায় গলায় ফাঁস দিয়ে শোয়েব আহম্মেদ (২৬) ও নাইমুর রহমান (২১) নামের দুই যুবক পৃথক-পৃথক ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত ও সোমবার (২৫ জানুয়ারি) ভোরে কাপ্তাই বি,উ,বো প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। দুই যুবকের এ আত্ম হত্যার ঘটনায় কাপ্তাইয়ে শোকের মাতব বইছে।
নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ক্রেরন অপারেটর গাড়ি খয়েস আহম্মদের ছেলে ও নাইমুর রহমান পিডিবি’র ইলেকট্রিক্যাল বিভাগের কর্মনায়ক ফরহাদ হোসেনের ছেলে। দুজনেরই পিতার নামীয় কাপ্তাই পিডিবি’র বরাদ্দকৃত বাসায় থাকতেন বলে জানা জানা যায়। এদের মধ্যে সোয়েব আহাম্মেদ বিউবো উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন বলেন, ‘রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তাদের পরিবারের অবিভাবকরা লিখিত ভাবে কাপ্তাই থানায় অবহিত করেন। এব্যাপারে থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করনে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলা মর্গে পাঠানো হয়েছে।