নকলা প্রতিনিধি : সোমবার বিকেলে নকলা উপজেলার চন্দ্রকোণা বাজারে বৈদ্যুতিক তার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে চন্দ্রকোণা বাজারের পূর্ব পাশে অবস্থিত কলা হাটী থেকে শামীম মাহাজনের দোকানঘর, জহুর হোসেনের ঘর, মনির হোসেনের ঘর সহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। এতে আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ ক্ষয় ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ভস্মীভূত হওয়ার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, পিআইও মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি কাউছার আহম্মেদ, চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোখলেছুর রহমান, চন্দ্রকোণা তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান।