মাহফুজ আলম.কাপ্তাই থেকে : কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উদ্বোধনের দিন প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করলেন কাপ্তাই ওয়াগ্গা ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
সারা দেশের ন্যায় ৭ ফ্রেরুয়ারী সকাল পোনে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কাপ্তাইয়ে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। এরপর একে একে ভ্যাকসিন নেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের টিএইচও ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী. উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার শাহাদতহোসেন. উপজেলা পরিষদ অফিস সুপার থোয়াইনৃ মারমাসহ অন্যান্ন ২০জন।
ভ্যাকসিন গ্রহনের পর সকলেই অভিমত ব্যাক্ত করে বলেন শরীর ঠিকই আছে. কোনও ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এর আগে আমরা অনেক ধরনের টিকা নিয়েছি। করোনা ভ্যাকসিন ওই সব টিকার মতোই মনে হচ্ছে। তাই এই ভ্যাকসিনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।