সত্যেন্দ্র নাথ রায় , নীলফামারী প্রতিনিধি : সংসারের যাবতীয় কাজ সেরে ভুট্টা ক্ষেতে নির্ভাবনায় নিরানী দিচ্ছেন নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায় ও তার সহধর্মিনী কবিতা রানী রায়।
স্বপ্ন তাদের আকাশ ছোঁয়া । ফসলের ক্ষেতে স্বপ্ন দেখছেন তারা । দুহাত দিয়ে মাটি মেখে পাসুন দ্বারা চারাকে সুরক্ষা দিয়ে আলতোভাবে আগাছা পরিষ্কার করছেন। এ যেন ফসলের সাথে কৃষকের আত্মার মেলবন্ধন ।
ক্ষেতে আলাপচারিতায় বলেন , গত বছর ভুট্টার ভালো দাম পাছিনো । ভুট্টার ফলনো ভালো । বিঘায় ৪০-৫০ মন ফলে । খাটনি কম । ভুট্টার কোন কিছুই ফেলানি যায় না । যার জন্য এবার আরো বেশি করি ভুট্টা লাগাইছি। আশা করি এবারও ভালো ফলন ও বেশি দাম পামো ।
নীলফামারীর কৃষি অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল এর সাথে মুঠোফোনে কথা হলে বলেন , ভট্টা একটি লাভজনক ফসল । অন্যান্য ফসলের তুলনায় এর উৎপাদন খরচ অনেক কম , ফলনও অনেক বেশি এবং বাজারে চাহিদাও প্রচুর । এর উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ প্রান্তিক পর্যায়ে মাঠে গিয়ে কৃষকদের নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছে । এবার জেলায় ২৩ হাজার ৩৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে ।