নকলা, শেরপুর প্রতিনিধি : ইদ্রিস গ্রুপের মালিক আলহাজ্ব ইদ্রিস মিয়া ১৯৭০ সালেব্যবসা ক্ষেত্রে আত্মনিয়োগ করেন। তার পরিশ্রমের ফসল হিসেবে অল্প পুঁজি থেকেই গড়ে তোলেন বিশাল ব্যবসা। দীর্ঘ ৫০ বছরে গড়ে তুলেছেন শূণ্য থেকে পাহাড়ের শিখড়ে উঠেছেন। এ সম্পদের মালিক হয়েও সাদা-সিধে জীবন-যাপন করেন। সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। অল্প পুঁজি নিয়েই সত্তরের দশকে ঠিক করলেন ব্যবসার কথা। তার পিতা মরহুম আলহাজ্ব বাবর আলীর পরামর্শে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। তিনি এখন শিল্পপতি। এবার ২০২১ সালে নিজে শখ করে কিনে নিচ্ছেন একটি হেলিকপ্টার ব্যবসায়ী কাজ দেখা শুনা করার জন্য। শেরপুর বাসির মুখ উজ্জ্বল করে দিয়েছেন তিনি। তার নিজের গড়া প্রতিষ্ঠান একাধিক শিল্প কারখানা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, মিল-কারখানা এতে সাধারণ মানুষ জীবন জীবিকা নির্বাহ করছেন। টানা ৫০ বছর ব্যবসার কাজে আত্মনিয়োগ করে বাংলাদেশের একজন গর্বিত শিল্পপতি হয়েছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং শেরপুর জেলার আলোকিত মানুষ। শেরপুর জেলার আলোচিত একজন ব্যবসায়ী জেলা ব্যাপী এবং ঢাকায় তার সুনাম রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা কারখানা , মিল ফ্যাকটরী করে লাখ লাখ গরিব লোকদের জীবিকা নির্বাহের পথ সুগম করে দিয়েছেন । ময়মনসিংহ বিভাগে এক মাত্র তিনিই বেসরকারীভাবে হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছেন । আলহাজ্ব ইদ্রিস মিয়া শুধু ব্যবসায়ী নন তিনি একজন সাংবাদিক, সাপ্তাহিক যুগের আলো পত্রিকার সম্পাদক এছাড়া শেরপুরে বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান সহ বাংলাদেশে তিনি বিভিন্ন জেলায় উপজেলায় মিল কারখানা গড়ে তুলেছেন তার মত প্রতিতষশা ব্যক্তি শেরপুরের ইতিহাসে পাওয়া বড়ই কঠিন ।