পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কোরবান আলীর মায়ের কুলখানী অনুষ্ঠান যে পরিনত হয়েছে আওয়ামী লীগের মিলনমেলায়। কুলখানী অনুষ্ঠানে উপস্থিত পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দদকার আজিজুল হক আরজু , পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আ: বাতেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মোঃ ওহাব, মনিরুজ্জামান তরুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । কুলখানী অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর এসকল আওয়ামী লীগ নেতাদের একসাথে দেখা গেল।