পাবনা প্রতিনিধি : ভালাবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে স্বপ্নদ্বীপ রিসোর্টে অবস্থিত স্বপ্নদ্বীপ রেষ্টুরেন্ট । আজ সকালে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ রেষ্টরেন্টের উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এ রেষ্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এসময় আরো উপস্থিত ছিলেস ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস,ঈশ্বরদী পৌরসভা মেয়র ইসহাক আলী মালিথা, স্বপ্নদ্বীপ রিসোর্টের কর্ণধর আলহাজ্ব খাইরুল হোসেন,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশনের পাবনা প্রতিনিধি প্রবীর সাহা প্রমূখ ।