নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে পশুর মত একজন শ্রমিককে গাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে । মধ্যযুগিও কায়দায় এ নির্যাতনের চিত্র সোসাল মিডিয়ায় ভাইরাল হয় । এ কেমন বর্বরতা ! বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সোসাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় । সংশ্লিষ্ট এলাকার প্রশাসন তদন্তপুর্বক ব্যবস্থা নিবেন এমনটা প্রত্যাশা করেছেন এলাকার সচেতন মহল ।
চট্টগ্রামের বাঁশখালীতে দোকান কর্মচারিকে মোবাইল চুরের অভিযোগ এনে গাছে বেঁধে ৫ ঘন্টা মধ্যযুগীও কায়দায় মারধর করেছে কয়েকজন মানুষরুপী হায়েনা।
গত সোমবার ১ জুন বাঁশখালী উপজেলার শীল কুপ ইউনিয়নের মসুরজ্জা পাড়া গ্রামে লোমহর্ষক ঘটনা ঘটে। কিন্তু প্রভাবশালী মহল বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে জানাগেছে।
এ ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালের বেডে কাতারাচ্ছে দোকান শ্রমিক আব্বাস উদ্দিন। আহত দোকান শ্রমিক উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার পেশকার পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। শীলকুপ সিকদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ আজম,রশিদ আহমদ, রুবেল এরশাদ ও জমির নামে ৫ জন পাষন্ড থেমে থেমে তাকে মারধর করেছে বলে আহত আব্বাসের দাবি। আহতের পরিবার ভয়ে মামলা করতে পারছে না বলে জানান এলাকাবাসী ।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানান আব্বাসকে নির্যাতনের বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগেএখন পর্যন্ত আসেনি । রেজাউল করিম মজুমদার জানান আমাদের কাছে অভিযোগ আসলে আমরা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।