পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে এমপি’পুত্র দোলন বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী পৌরসভা, মুলাডুলি, ছলিমপুর,পাকশী, সাহাপুর ও সাঁড়া ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। পাঁচ ট্রাক আটকের কথা ভিত্তিহীন ও মিথ্যা , এই ধরনের কোন ঘটনা ঘটেনি। স্থানীয় এলাকা বাসীও রানা ফকির ও রাসেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেন ধরেন। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারী) বেশকিছু প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টাল এমপি পুত্রের নেতৃত্বে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত পাঁচ ট্রাক লোহা চুরির খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। এমপি’পুত্র দোলন বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১৬ ই ফেব্রুয়ারী) দাশুড়িয়া বাজারের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে তারা একত্রে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি দাশুড়িয়া বাজার থেকে দাশুড়িয়া ট্রাফিক মোড় এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা সমাবেশ অংশ নেন।