পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত শহিদ মিনার আজ শনিবার দুপুর ১২ টায় উদ্বোধন করা হয়েছে। পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সশরীরে উপস্থিত থেকে শহিদ মিনার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ।
শহিদ মিনার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, পরিবহন প্রশাসক ড. মো. কামরুজ্জামান, গেস্ট হাউজ প্রশাসক ড. মো. হাসিবুর রহমান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরন কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী লে. কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অব রশিদ ডন, সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন, কর্মচারী পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার পাভেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।