মেহেদী হাসান আকন্দ: গতকাল শনিবার নেত্রকোণা সরকারি শিশু পরিবারে শিশুদের মানসিক বিকাশে শিশু বিকাশ চত্তর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। শিশু বিকাশ কেন্দ্র উদ্বোধন শেষে শিশু পরিবারে নিবাসীদের মাঝে কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় জেলা প্রশাসক ও শিশু পরিবারের সভাপতি কাজি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করা হবে। শিশুদের মেধার যথাযথ বিকাশ ঘটিয়ে সমাজের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখতে হবে। চাকুরীক্ষেত্রে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিশুনিবাস প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক আলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আলামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, রৌহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না।