পাবনা প্রতিনিধি : পাবনায় সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
সকালে পাবনা প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি, জাতীয়পাটি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনসহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালীসহকারে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান।
এদিকে জেলার ঈশ্বরদীতে সাংসদ বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বেড়ার সাংসদ শামসুল হক টুকু, সুজানগরে সাংসদ আহমেদ ফিরোজ কবির নিজ নিজ এলাকার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয় দিবসটি ঘিরে।