নিজস্ব প্রতিনিধি : পাবনার রুপপুর পারমাণবিক তথ্যকেন্দ্রে ঈশ্বরদী উপজেলা শিক্ষকদের সচেতনা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয় । আজ দুপুরে ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত পারমাণবিক তথ্য কেন্দ্রে এ সচেতনা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপাভাইজার আরিফুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন রুপপুর পারমাণবিক তথ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার সাকিফ আহমেদ । সচেতনা মূলক এ প্রশিক্ষণ কর্মশালায় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ও স্কুলের প্রধান শিক্ষক অংশগ্রগণ করেন । অনুষ্ঠানের প্রধান আলোচক ড. প্রীতম কুমার দাস বলেন রুপপুর পারমাণবিক কেন্দ্র বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে এমনভাবে তৈরি করা হচ্ছে এখানে দূর্ঘটনা ঘটার কোন সম্ভবনা নাই । এটি বাংলাদেশের জন্য বিশ্বের কাছে একটি গর্বের বিষয় যে বর্তমান সরকার এ প্রকল্প দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে ।
রুপপুর পারমাণবিক তথ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার সাকিফ আহমেদ বলেন এ এলাকার মানুষের মধ্যে রুপপুর পারমাণবিক প্রকল্প সম্পর্কে ভুল ধারনা দুর করার জন্য এ ধরনের সচেতনা মূলক এ প্রশিক্ষণ কর্মশালা সব সময় চলমান থাকবে ।